1.দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে কেন?
সবার প্রথমে জেনে নিবো যে রোধ কী জিনিস।
pic- Google
পরিবাহীর রোধ হলো ওই পরিবাহীর এমন একটা ধর্ম যার দ্বারা ওই পরিবাহী, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা দান করে থাকে। এখন একটি ইলেকট্রন যে পথ দিয়ে যায় তার ঠিক উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হয় বলে ধরা হয়। এখন কোনো ইলেকট্রন যত বেশি রাস্তা যেতে চাইবে তাকে তত বেশি বাধা অতিক্রম করতে হবে। অর্থাৎ বেশি রোধ এর সামনা করতে হবে।
এবার পদার্থ বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষা থেকে আমরা জানতে পেরেছি যে,
পরিবাহির রোধ(R) পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের( A) ব্যস্তানুপাতিক, এর দৈর্ঘ্যের(l) সমানুপাতিক।
তারমানে আপনি দৈর্ঘ্য যত বাড়াবেন , রোধ তত বাড়বে।
ধরুন আপনি মেলায় প্রবেশ করবেন, কিন্তু মেলায় ঢোকার দরজা দূটো, এবং যার একটা দরজার সামনে ৫০০ মিটার লম্বা লাইন ও অন্য একটি দরজার সামনে ১০০ মিটার লম্বা লাইন। আপনি কোন দরজা দিয়ে ঢুকবেন?
নিশ্চয়ই ১০০ মিটার লাইনের দরজা দিয়ে আপনি ঢুকতে চাইবেন, কারণ এটার দের্ঘ্য কম, এবং আপনাকে কম দের্ঘ্যে কম বাধা অতিক্রম করতে হবে মেলায় ঢোকার জন্য, সুতরাং কম দৈর্ঘ্যে রোধ কম!
অন্যদিকে, ৫০০ মিটারের যে লাইনটি রয়েছে, সেটার দের্ঘ্য বেশি, তাই বেশি ভিড় না ঠেলার জন্য বা বেশি বাধা অতিক্রম করার জন্য বা বেশি রোধ অতিক্রম না করার জন্যই আপনি ১০০ মিটারের লাইন দিয়ে ঢুকতে চাইবেন। সুতরাং, বেশি দৈর্ঘ্যে রোধ বেশি!
3.গতি কাকে বলে?
pic- Google
একক সময়ে কোনো বস্তুর সরণ কে ওই বস্তুর গতি বলা হয়।
গতি একটি ভেক্টর রাশি। কোনো বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য না হলেও গতি শূন্য হতে পারে।
এইবার প্রশ্ন আসবে ,
সরণ কাকে বলে?ভেক্টর রাশি কি? অতিক্রান্ত দূরত্ব শূন্য না হলেও গতি শূন্য হতে পারে কীকরে?
কোনো বস্তু যদি একজাগা থেকে আরেক জায়গায় যায়,তবে বস্তুটির প্রাথমিক ও শেষ অবথানের নূন্যতম দূরত্ব কে ওই বস্তুর সরণ বলে।
যেসব রাশির মান ও অভিমুখ দুইই বর্তমান , সেইসব রাশি কে ভেক্টর রাশি বলে।
গতি বস্তুর সরণ এর ওপর নির্ভর করে। কোনো বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থান একই হলে বস্তুর সরণ শূন্য তাই গতিও শূন্য, কিন্তু বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য নয়।
2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী?
বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী।
জল একটি সমযোজী যৌগ। তাই আয়ন পরিবহন করার মত কোনো বাহক বিশুদ্ধ জলে থাকে না।
কিন্তু জলে যদি সামান্য আয়নীয় যৌগ দেওয়া হয় যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, বা অ্যাসিড।
তাহলে জলের মধ্যে আয়ন পরিবহন করার জন্য বাহক চলে আসে এবং জল তড়িৎ পরিবহন করে
আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।
ধন্যবাদ।☺️
(chinmay sarkar)
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...