ছিদ্রান্বেষণ

ছিদ্রান্বেষণ 

#আশীষ কুণ্ডু 

সবটা দেখতে চাইলেও 
আমি দেখতে পাই না আমার বোবাচোখ!
শালপাতার মুকুট আমার হারিয়ে গেছে 
আমি বলতে পারি না অবশমুখ!
রাতের তারা খসার শব্দ শুনি 
আমি শুনতে পাই না
উন্নাওয়ের জ্বলন্ত অগ্নিশিখা, বধির কান!
উন্নয়ন হচ্ছে শহরের আলোকমেলায়
আমি বুঝতে পারি না আমার ছাপোষা মন!
বারুদের গন্ধ পাই না 
ইলেকশনের আগে পরে-
আমার বদ্ধ নাক অন্যের ছিদ্রান্বেষণে!
আমি পাবলিক রিপাবলিক দেশের।

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি