ছিদ্রান্বেষণ
#আশীষ কুণ্ডু
সবটা দেখতে চাইলেও
আমি দেখতে পাই না আমার বোবাচোখ!
শালপাতার মুকুট আমার হারিয়ে গেছে
আমি বলতে পারি না অবশমুখ!
রাতের তারা খসার শব্দ শুনি
আমি শুনতে পাই না
উন্নাওয়ের জ্বলন্ত অগ্নিশিখা, বধির কান!
উন্নয়ন হচ্ছে শহরের আলোকমেলায়
আমি বুঝতে পারি না আমার ছাপোষা মন!
বারুদের গন্ধ পাই না
ইলেকশনের আগে পরে-
আমার বদ্ধ নাক অন্যের ছিদ্রান্বেষণে!
আমি পাবলিক রিপাবলিক দেশের।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...