1.কখনো কখনো সরণ শুন্য হলেও কখনো দুরুত্ব শূন্য হতে পারেনা, 2.কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও, বেগ থাকতে পারে কি? 3.কোনো বস্তুর ভরবেগ 10 kg m/s বলতে কী বোঝায় ?
বেগ→ Velocity
ত্বরন→ Acceleration
ভর→ Mass
ভরবেগ→ Momentum
ত্বরন→ Acceleration
ভর→ Mass
ভরবেগ→ Momentum
1.কখনো কখনো সরণ শুন্য হলেও কখনো দুরুত্ব শূন্য হতে পারেনা
কোনো বস্তুর সরণ মানে হল, ঐ বস্তুর প্রাথমিক এবং শেষ অবস্থানের নূন্যতম দূরত্ব। প্রাথমিক এবং শেষ অবস্থান একই হলে সরণ শূন্য।
আপনি যদি একটি বৃত্ত বরাবর ঘুরতে থাকেন তো, আপনার সরণ শূন্য । কিন্তু আপনি অনেকটা দূরত্ব অতিক্রম করেছেন।
ধরুন আপনি একটি পার্ক এ ঘুরতে গেলেন। তো পার্ক এ ঢোকার সময় আপনি যেখানে ছিলেন পার্ক ঘুরে বেরোনোর সময় আপনার অবস্থান একই হবে। এক্ষেত্রে যেহেতু আপনার প্রথম ও শেষ অবস্থান একই তাই আপনার সরণ শূন্য , কিন্তু পার্কটি ঘুরতে গিয়ে আপনি অনেকটা দূরত্ব অতিক্রম করেছেন ।তাই আপনার সরণ শূন্য হলেও, আপনার দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় ।
হ্যাঁ.
ত্বরণ বা মন্দন এর অর্থ হলো একক সময়ে কোনো বস্তুর বেগের পরিবর্তন।এখন কোনো বস্তু যদি স্থির থাকে অথবা সমবেগে সরলরেখা বরাবর চলে তো তার কোনো ত্বরণ বা মন্দন থাকবে না।
তাই আমরা বলতে পারি যে, সমবেগে সরলরেখা বরাবর চলা কোনো বস্তুর ত্বরণ বা মন্দন শূন্য কিন্তু সেটির বেগ রয়েছে।
****সমবেগে চলমান বস্তুর সময়ের সাথে বেগের চিত্রলেখ👇
প্রথমেই আসি ভরবেগ কি?
ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুনফল। সুতরাং কোন বস্তুর ভর এবং বেগের গুনফল কে ভরবেগ বলে।
ভরবেগ মানেই যে সবসময় ভর ও বেগের গুনফল হবে তা নয় বরং ভরবেগ নির্ভর করে বস্তুর গতির ওপর। বস্তু রৈখিক পথে গতিশীল হলে ভরবেগ হবে রৈখিক আর বস্তু যদি কৌনিক গতি লাভ করে তবে ভরবেগ হবে কৌনিক।অর্থাৎ, কোনো একটি বস্তুর যখন বেগ প্রাপ্ত হয় তখন তার ভর ও বেগের গুনফলকে আমরা রৈখিক ভরবেগ বলে থাকি।
কোনো বস্তু-এর ভরবেগ 10 kg m/s বলতে তিনটি বিষয় বোঝানো যেতে পারে (সহজ এবং সুবিধাজনক অর্থে)
১। ঐ বস্তু-এর ভর 10 kg , বেগ 1 m/s
২। ঐ বস্তু-এর ভর 5 kg , বেগ 2 m/s
৩। ঐ বস্তু-এর ভর 20 kg , বেগ 0.5 m/s
সহজ অর্থে,বস্তু-টির ভর এবং বেগের গুণফল-ই হবে ভরবেগ।ভরবেগ এর সংজ্ঞা হলো, "চিরায়ত পদার্থবিজ্ঞানের মতে কোনো বস্তুর ভর ও বেগের গুনফল" কিন্তু আসলে এটিকে ভরবেগ না বলে আমাদের বলা উচিৎ ছিল রৈখিক ভরবেগ।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...