এবার তোরা ত্রিশূল ধর

# এবার তোরা ত্রিশূল ধর
কলমে: কাঞ্চন দত্ত

জ্বলছে চিতা ক্ষেতের মাঝে
পুড়ছে শরীর মেয়েটার,
আসছে ভেসে মায়ের কান্না,
প্রশাসন তবু নির্বিকার।

স্বপ্ন ছিল ফসল কেটে
সবার মুখে তুলবে খাবার,
জন্তু গুলোর লালসাতে
সব যে হল ছারখার।

উনিশের শরীর খুঁড়ে
উল্লাসে মাতে জানোয়ার,
জিভ কেটে যে রক্ত ঝরে,
রইল পড়ে দেহ অসাড়।

গোঙানিতে ভারী হয়
হাথরসের ওই স্তব্ধ বাতাস,
সোনালী ক্ষেতে রইল পড়ে
স্বপ্নভাঙা যুবতী লাশ।

মায়ের থেকে ছিনিয়ে নিয়ে
জবরদস্তি সাজালো চিতা,
অগ্নি স্নানে মুছে গেল
নিষ্ঠুরতার দলিল-খাতা।

এ্যাই মেয়েটা তোর হাতে তো
ধারালো একটা হাঁসুয়া ছিল,
দিলিনা কেন একটা কোপ?
ছিন্ন হত জন্তুগুলোর মুন্ডুগুলো।

জন্মেছিস যখন এদেশেতে
ধরতে হবে ত্রিশূল তোদের,
অসুর বধে সামিল হতে
জ্বালা আগুন প্রতিশোধের।

নইলে শুধু দেখতে হবে
মোমবাতির ওই নীরব মিছিল,
ভারতবর্ষের সব দুর্গারা
প্রতিবাদে আজ হও সামিল।

            .............

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি