জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ

আমাদের রাজ্যের অন্যতম একটা বিষয় আমার খুবই ভালো লাগে। সেটা—

ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া মানেই,সবার ধারণা প্রচুর টাকাপয়সার প্রয়োজন। অ্যাডমিশন ফি থেকে শুরু করে টিউশনফি সবই প্রায় আকাশ ছোয়া।যেমনটা NIT,IIT
বা অন্যান্য কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং কলেজ ও বেসরকারী কলেজগুলোতে হয়ে থাকে। প্রতি বছর প্রায় লাখখানেক টাকা ছাত্ররা ইঞ্জিনিয়ারিং পড়তে খরচ করে।

কিন্তু আমাদের রাজ্য সরকার নিয়ন্ত্রিত  ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর পিছনে প্রতি বছর সর্বাধিক মাত্র ১৬-১৭ হাজার টাকা খরচ করতে হয়। ফলে আমরা সাধারণ গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের যথেষ্ট সুবিধা হয়। 

আর শুনলে অবিশ্বাস্য মনে হলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৪ বছরে ইঞ্জিনিয়ারিং পড়তে  সর্বমোট খরচ হয়  ১০০০০-এরও কম। শুধু  IT ব্রাঞ্চের একটু বেশি লাগে।
আর আমাদের কলেজ মানে, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ 


এ core department এ বছরে গড়ে ১৪/১৫ হাজার টাকা দরকার হয় (থাকা-খাওয়া, বই কেনা বাদে)..
(Special credit- Partha Protim Majùmdèr)

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি