সমুদ্রের জল কী একটি মিশ্র পদার্থ ??সমুদ্রের জলের উপাদান সংকেত ..2.জল কেন এবং কিভাবে ভয়ানক বিদ্যুৎ পরিবাহী? 3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?4.প্রতি সেকেন্ডে 10 লিটার জল 10 মিটার উপরে তােলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার?
শুধু সমুদ্রের জল কেন পৃথিবীর সকল জায়গার জলের সংকেত হল---
H2O(সাধারণ জল)
D2O( ভারী জল)
T2O( তেজস্ক্রিয় জল)…..
সমুদ্রের জল এর মধ্যে অনেক পদার্থ মিশ্রিত থাকে। তাই সমুদ্রের জলকে আপনি একটি মিশ্র পদার্থ বলতে পারেন।
আপনি যদি সমুদ্রের জলের একটি নমুনা সংগ্রহ করেন এবং পরীক্ষাগারে নিয়ে যান, তবে আপনি ছয়টি প্রধান আয়ন সনাক্ত করতে পারবেন।
1. ক্লোরাইড আয়ন,
2. সোডিয়াম আয়ন,
3. সালফেট আয়ন,
4. ম্যাগনেসিয়াম আয়ন,
5.ক্যালসিয়াম আয়ন এবং
6.পটাসিয়াম আয়ন।
এইসব আয়ন সমস্ত সমুদ্রের লবণের 99 শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে, যদিও কোনও নমুনায় পাওয়া প্রতিটি আয়নের ঘনত্ব আলাদা হতে পারে।
সমুদ্রের জলের মধ্যে অন্যান্য পদার্থ ও রয়েছে । যেমন : বোরন, ব্রোমাইড, ফ্লোরাইড, অজৈব কার্বন এবং এমনকি অজৈব নাইট্রোজেন এবং অজৈব ফসফরাস।
সমুদ্রের জলের রাসায়নিক সংমিশ্রণএর প্রাথমিক পদার্থ গুলি নিম্নরূপ:-
1. অক্সিজেন: 86%
2.হাইড্রোজেন: 11%
3.ক্লোরিন: 2%
4.সোডিয়াম: 1%
5.ম্যাগনেসিয়াম: 1%
6.সালফার: 0.1%
7.ক্যালসিয়াম: 0.04%
8.পটাসিয়াম: 0.04%
9.ব্রোমাইন: 0.007%
10.কার্বন: 0.003
(pic- google)
সমুদ্রের জলে উপাদানের পাই চার্ট 👆
(Chinmay Sarkar)
বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী।
জল একটি সমযোজী যৌগ। তাই আয়ন পরিবহন করার মত কোনো বাহক বিশুদ্ধ জলে থাকে না।
কিন্তু জলে যদি সামান্য আয়নীয় যৌগ দেওয়া হয় যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, বা অ্যাসিড।
তাহলে জলের মধ্যে আয়ন পরিবহন করার জন্য বাহক চলে আসে এবং জল তড়িৎ পরিবহন করে।
3.সমুদ্রের জল লবণাক্ত হয় কেন? এবং নদীতে সেই একই জল মিঠা হয় কেন?
সমুদ্রের জল এ লবণ আসে ভূপষ্ঠের শিলা থেকে।
বাতাসে মিশে থাকা কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির জল এও থাকে। ফলে কার্বন ডাইঅক্সাইড ও জল এর সংমিশ্রণে তৈরি হয় এসিড। এই এসিডের কারণে বৃষ্টির জল সামান্য এসিডিক হয়।
এই বৃষ্টি যখন ভূ-শিলার ওপর পড়ে তখন শিলা ক্ষয় হয়। তেমনি বৃষ্টির জল শিলা ভেঙেও ফেলে। এ প্রক্রিয়ায় সৃষ্টি হয় আয়ন। শিলার আয়ন বৃষ্টির জল ও নদীর স্রোতে ধুয়ে সমুদ্রে গিয়ে পড়ে। দ্রবীভূত আয়নের একটা বড় অংশ আবার অর্গানিজম দ্বারা ব্যবহৃত ও অপসারিত হয়। আর বাকি আয়ন দীর্ঘদিন ধরে জমা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এর ঘনত্ব বাড়ে।
সমুদ্রের জল এর লবণের উৎস কিন্তু স্থলভূমিই।
কিন্তু নদীর জল একদিক থেকে প্রবাহিত হয়ে অন্য দিকে গিয়ে সাগরে মিলিত হয়। নদীর এই প্রবাহের ফলে নদীতে লবণ জমা হতে পারে না।
10L জল= 10 কেজি জল (জলের ঘনত্ব 1000 kg/m^3 ধরা হল, অর্থাৎ 1g/cc)
- বল (F)=mxa
- কার্য (W)=FxS
- =m*a*s
- ক্ষমতা(P)=W/∆t
- =(m*a*s)/t
[এখানে ব্যাবহৃত চিহ্ন গুলি প্রচলিত অর্থ বহন করে]
প্রদত্ত প্রশ্ন অনুসারে,
ভর (m)=10 কেজি
অভিকর্ষজ ত্বরণ (g)=9.8
উচ্চতা (h)=10m
সময় (t)=1sec
- সুতরাং, ক্ষমতা(P)=(m*g*h)/t
- 10x9.8x10
- =----------
- 1
- =980 J/sec
সুতরাং, 980 ওয়াট ক্ষমতার পাম্প লাগবে।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...