ইঞ্জনিয়ারিং মানে ম্যাথ/ফিজিক্স/কেমিস্ট্রি এর প্রয়োগ বাস্তব জীবনের সমস্যার সমাধান করা


কী হবে ইঞ্জিনিয়ারিং পড়ে?? যদি একটা কাজ ই জোগাড় করতে না পারি! আসলে সরকার ভালো একটা কামানোর রাস্তা খুলেছে। আমি মনে করি ইঞ্জিনিয়ারিং কলেজ এর সংখ্যা হয় কমিয়ে দেওয়া উচিত নয়তো যারা ভর্তি হয়েছে তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া উচিত যাতে তারা সঠিক skill সহ 4 বছর পরে বের হয়। সেটা না করে সরকার বলছে আরো ভর্তি হও, সে তুমি কিছু জান আর না জানো।

এইবার আসল প্রশ্নে আসি ------------

আমার গত 7 সেমিস্টার এ আমি যতগুলি technical subject পড়েছি তার মধ্যে 90% ম্যাথ ফিজিক্স এর বেসিক গুলো দরকার হয়েছে। যেগুলো আমি একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি। আর এককথায় বলতে গেলে ক্যালকুলাস, ম্যাট্রিক্স, ভেক্টর,সেট তত্ব, ত্রিকোণমিতি, জ্যামিতি এবং সনাতন পদার্থ বিদ্যা সবটা(গতি বিদ্যা ও স্থিতি বিদ্যা) দিয়েই তৈরি আমার সিলেবাস।।

ইঞ্জনিয়ারিং মানে ম্যাথ/ফিজিক্স/কেমিস্ট্রি এর প্রয়োগ বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে।

আমরা সকলেই ভালো করেই জানি যে কী হারে ম্যাথ/ফিজিক্স এর জ্ঞান দরকার প্রতি পদে পদে। যে ম্যাথ ফিজিক্স এর কিছুই জানে না , সে ইঞ্জিনিয়ারিং এ টিকতে পারবে না । সে এত গুলো backlog পেয়ে যাবে যে বাধ্য হয়ে কলেজ ছেড়ে পালাবে।

যারা ম্যাথ বা ফিজিক্স পড়েনি তারা ত JEE MAIN আর JEE ADVANCED ক্লিয়ার করতেই পারবে না। তাহলে অযোগ্যরা এমনিতেই বাদ পরে যাবে।

আসন সংখ্যা সীমিত। তাই যারা ম্যাথ ফিজিক্স জানে তারাই নিশ্চই প্রথমের rank গুলি দখল করবে ( কারণ JEE MAIN এর সিলেবাস এ কোনোরকম পরিবর্তন হচ্ছে না), আর ভর্তি হয়ে যাবে। 

আসলে আমার মনে হয় যে এই নিয়মটি করে যাদের ম্যাথ, ফিজিক্স নাই তাদের কেও আবেদন করতে বলা হচ্ছে। AICTE র নতুন নিয়ম অনুসারে…

এখন থেকে পড়ুয়ারা উচ্চমাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিকস, আইটি, ইনফরমেশন প্র‌্যাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল, এগ্রিকালচার, বিজনেস স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এবং এন্ট্রাপ্রেনিওরশিপ।

এদের 👆মধ্যে যে কোনও তিনটি বিষয় বেছে নিতে পারবে। এছাড়াও অসংরক্ষিত শ্রেণির পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকে ৪৫ শতাংশ এবং সংরক্ষিত শ্রেণির পড়ুয়ারা ৪০ শতাংশ নম্বর পেলেই ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবে।

অনেক বেশি ছাত্র apply করবে। এতে করে কিছুু টাকা অতিরিক্ত কামানো যাবে অ্যাপ্লিকেশন ফী বাবদ ।কয়দিন পর দেখা যাবে অ্যাপ্লিকেশন ফী দ্বিগুণ করে দিয়েছে JEE MAIN এর।

আর যদি কেউ ভর্তি হয়েও যায় বেসরকারি কলেজ এ তবে সেখান থেকে half-engineer হয়েই বেরোব। কারণ core ব্রাঞ্চ এ পড়তে গেলে ম্যাথ ফিজিক্স জানতেই হবে।

তবে অনেক ছাত্র যারা হয়তো সত্যিই মেধাবী এবং চায় ইঞ্জিনিয়ারিং পড়তে, কিন্তু কোনো কারণে গণিত ও পদার্থবিজ্ঞান পড়তে পারেনি বিদ্যালয়ে (তাদেরকে বাড়িতে অবশ্যই পড়ে থাকতে হবে এবং পারদর্শিতা অর্জন করতে হবে। নয়তো রেস এ হেরে যাবে।) তাদের উপকার হবে এই নিয়মে।

সবশেষে ছোট একটা কথা বলবো যে বেশিরভাগ স্কুল এই উক্ত subject গুলো পড়ানো হয় না😀😀😀।

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি