গণতন্ত্রে
#আশীষ কুণ্ডু
আমরা জনগণ, আমাদের দ্বারা,
আমাদের থেকে - ক্ষমতায় ওরা
ওরা শাসক, ওরা অভিভাবক!
আমরা ভোটে ওদের প্রচারক
ওরা ক্ষমতায় গেলেই -খাদক
ক্ষমতার নেশা বড়োই মাদক
পাঁচবছরেই ফুলে ফেঁপে ঢোল
বিড়ি ফোঁকা গাল হয়েছে গোল
সত্যি বললে-দেয় বাড়ী ভেঙ্গে
জেলে ভরে- অভিযোগ মানভঙ্গে
আমরা জনগণ, ভাষণে মুগ্ধ
মূল্যবৃদ্ধি দেখে তবু বাকরুদ্ধ
অর্থনীতির এই বেহাল অবস্থা
সরকার অন্ধ, নেয় না ব্যবস্থা
রেশনের লাইন লম্বা হয়েছে
ছিলো যা পুঁজি, সবটা গেছে
অতিমারীতে শিক্ষা বেলাইন
রাজ্যে রাজ্যে বেপথু আইন
চাকরী গেছে কয়েক লক্ষ্যের
বেসরকারীকরণ হয়েছে ঢের
পরিযায়ী শ্রমিক মরেছে পথে
দেশের আবেগ চড়ে রামরথে
ভোট আসে-যায়, মুখ বদলায়
কে নেবে এই জনগণের দায়?
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...