এশিয়ার প্রথম নোবেল পুরস্কার, তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা, অন্যতম দার্শনিক, কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী .. তার রচিত গল্প, নাটক, কবিতা, সাহিত্য, গান দিয়ে সারা বিশ্বে বাঙালিয়ানাকে ছড়িয়েছেন, সারা বিশ্বে আলাদা পরিচিতি দিয়েছেন, যে মানুষটার সঙ্গে বাঙালির আত্মার টান, আত্মস্থ করেছে, যে বাঙালি রবীন্দ্রনাথকে চেনেন না সে আদতে বাঙালিই নন।
দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর সর্বগুণান্বিত চতুর্দশ সন্তান সম্বন্ধে হয়তো বলতে গেলে কয়েক বেলা লেগে যাবে..
আসলে তার অবদান বাঙালি সমাজের ওপর এত বেশি যে, তাই
হয়তো আমরা বলি সুখে-দুঃখে রবি-ই ভরসা।I
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...