মন্ত্রী বননে কে লিয়ে আপনে নেতাজী'কো মার দিয়া!!!!

মন্ত্রী বননে কে লিয়ে আপনে নেতাজী'কো মার দিয়া!!!!
(বিশ্বাসঘাতক শাহনওয়াজ খান)

১৯৫৬ র অনেক আগে থেকেই নেতাজীর লোক শাহনওয়াজ খান যে বাতাসের গতিবেগ দেখে নেহেরুর লোক হয়ে গেছেন সেটা বোধহয় অনেকে তখন খেয়াল করেননি।অহিংসার পথ অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন। মাত্র চারমাস নাম কা ওয়াস্তে তদন্তের পরে শাহানওয়াজ খানের যে রিপোর্ট জমা পড়ল , তার মূল বক্তব্য 'হ্যাঁ, নিশ্চিতভাবেই ১৯৪৫ এর বিমান দুর্ঘটনাতেই নেতাজীর মৃত্যু হয়েছে। কর্তা খুশী, আরও পুরষ্কার জুটল কপালে। শাহানওয়াজ কংগ্রেস টিকিটে মীরাট থেকে বহুবার জিতে সাংসদ হয়েছেন। প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রী হয়েছেন প্রত্যেকবার।
'মন্ত্রী বননে কে লিয়ে আপনে নেতাজী'কো মার দিয়া?- কলকাতায় দেখা হলেই কটাক্ষ করতে ছাড়তেন না নেতাজীর ভ্রাতুষ্পুত্রী শিলা দাশগুপ্ত।
শাহানওয়াজ কমিটির মসৃন রিপোর্টে বাদ সেধেছিলেন শিলা দাশগুপ্তের পিতা ও নেতাজীর দাদা সুরেশচন্দ্র বসু।যিনি ছিলেন শাহানওয়াজ কমিটির তিন নম্বর সদস্য। প্রথম থেকেই শাহানওয়াজ খানের নিয়োগ নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। সরকার কর্ণপাত করেনি। তাঁর নিজস্ব অনুসন্ধান ও তদন্ত বারবার ইঙ্গিত দিয়েছে যে তাঁর ভাই বেঁচে আছেন, কিন্ত চেয়ারম্যান আমল দেননি। শেষে যখন রিপোর্ট তৈরি হল সুরেশবাবু তাতে সই করলেন না।
দিল্লি থেকে কলকাতায় চাপ আসতে শুরু করল, সুরেশ বসু অনড় । তিনি আলাদা করে একটি রিপোর্ট রচনায় ব্যাস্ত।ওঁকে নিজের অফিসে ডেকে পাঠালেন নেহেরু ঘনিষ্ঠ , তিরিশের দশকে বাংলা কংগ্রেস রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী , বিশ্ববিখ্যাত চিকিৎসক ডঃ বিধানচন্দ্র রায়।ডঃ রায়ের সরল প্রস্তাব , কমিটির মূল রিপোর্টে সই করলে সুরেশচন্দ্র বসুকে বাংলার রাজ্যপাল করা হবে। রাজী হলেন না, উত্তপ্ত বাক্য বিনিময় হল। সুরেশবাবুর সেই একক রিপোর্ট সরকার ফাইলবন্দী করলেন , সংসদে প্রকাশ হলোনা।তিনি তখন ব্যক্তিগত উদ্যোগে ছাপাতে গেলেন, কোনো প্রকাশক রাজী হলেন না।তখনকার মত সরকারি ছলনার জয় হল।
১৯৮০ নাগাদ দীর্ঘ রাজনৈতিক জীবনের পর অবসর নিয়েছিলেন শাহানওয়াজ খান, যিনি আবার বলিউড তারকা শাহরুখ খানের দাদু। শোনা যায় শেষ জীবনে তাঁর নাকি অনুতাপ হয়েছিল কিছুটা গরল পেটে গেলে তাঁর মন তরল হত। ছলছল চোখে বন্ধুদের বলতেন,'ওই Enquiry commission আমার জীবনের সবচেয়ে বড় blunder'!
(শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের লেখা 'মিথ্যার গাদায় সত্যের ছুঁচ থেকে)

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি