করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায়, টিভিতে,নিউজ

কতগুলো প্রশ্ন মাথায় বেশ কয়েকদিন ই ঘুরপাক খাচ্ছে। 

এই করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায়, টিভিতে,নিউজ পেপারে এলেই মনে হয় পরিস্থিতিটা যেন রোজ সকালে বাড়ি থেকে বেরিয়ে লাশ টপকে টপকে বাজার যাওয়ার মত। অথচ এই দুনিয়াটার বাইরে এলে কিন্তু অন্যরকম লাগছে। 

সরাসরি প্রশ্নগুলোতে আসি। 

পোস্টের সাথে লাগানো চিত্রটা আজ চেনেনা এমন কেউ নেই। সুস্থ হয়ে ওঠার সংখ্যা প্রায় ৬০% এর উপর। মৃত্যু হার ৩% ও নয় অথচ : 

১) প্রায় সাড়ে পাঁচ লাখ সুস্থ হয়ে যাওয়া লোকের কারো ফেসবুক টুইটার নেই? এরা কেমন ছিলেন, কি অসুবিধা ছিল, কি চিকিৎসা হয়েছে,কি পরীক্ষা, দৈনিক যাপনে শারীরিক কি অসুবিধা ছিল এদের নিজের মুখে বলা,বা লেখা কিছু নজরে আসছে না কেন? 

২) করোনা কে এরকম সোশ্যাল স্টিগমার চেহারা কে বা কারা দিয়ে দিল? আমি করোনায় সংক্রামিত ছিলাম, এখন সুস্থ হয়ে বাড়িতে আছি। এটা নজরে আসছে না কেন? 

৩) কোন করোনা রুগীর কাছে হাস্পাতালে মোবাইল ফোন রাখার অনুমতি দেওয়া হচ্ছে না কেন? ( এটা কি ঠিক জানি, না ভুল বললাম?)এই রোগ কি আমাদের জানা আরো অনেক ভয়াবহ রোগের থেকেও দেখা কষ্টকর? 

আমার প্রশ্নগুলো শুধুই প্রশ্ন, এর মধ্যে অন্তর্নিহিত কোন অর্থ বের করে অযথা অপ্রয়োজনীয় বাক্যালাপে উৎসাহ নেই। 

আঁকশি দিয়ে টেনে নেওয়া মৃতদেহ, সার দিয়ে ইটালির হাস্পাতালের বাইরে হাঁফাতে থাকা রুগীদের ভিডিও, আগাপাশতলা মোড়ানো স্বাস্থ্যকর্মী, পুলিশ সব দেখছি। শুধু যথেষ্ট পরিমাণে সুস্থ হয়ে ফিরে আসা মানুষের ভিডিও, পোস্ট,টুইট নজরে আসছে না। 

হোয়াই? 

কেউ সাহায্য করতে পারেন বুঝতে?
(Collected from Malay Bhattacharjee)

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি