বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

সেদিন একজন ব্যক্তি বলে ফেললেন বাংলা কি প্রাচীন যে একে শিক্ষানীতিতে রাখতে হবে।

একটু দেখে নেওয়া যাক ঃ-
১) হিন্দীর উদ্ভব বিগত সহস্রাব্দের প্রথম দিকে।শৌরসেনী প্রাকৃত থেকে।পৃথ্বীরাজ রাসো বা ঢোলা মারুর সুন্দর ভাষা কে হিন্দী বলে ধরা হয়।পরবর্তীতে পারসিক বা আরবী থেকে অনেক শব্দ এসেছে হিন্দীতে।খারিবোলি (দিল্লির হিন্দী উপভাষা)কে মানক হিসেবে ধরলে হিন্দীর বয়স আট শো বছর।
২)এবার দেখা যাক ক্লাসিকাল ভাষা হিসেবে স্বীকৃত ওড়িয়ার উদ্ভব।দ্বাদশ শতাব্দীর মাদলা পঞ্জী (প্রভুর মন্দিরের প্রণম্য গ্রন্থ) ওড়িয়া গদ্যের নিদর্শন বহন করে।সবচেয়ে পুরনো ওড়িয়া লিপির সন্ধান পাওয়া যায় প্রায় ১২৪৯ খ্রীস্টাব্দের কাছাকাছি।ওড়িয়া লিপি এসেছে গৌড় লিপি থেকে।
৩)বাংলা ভাষার উতপত্তি মাগধি প্রাকৃত থেকে।চর্যাপদ কে যদি ধরা হয় বাংলার প্রথম চিহ্ন তাহলে এর প্রাচীনতা হাজার বছরের বেশী।
৪) ভারতের ২২ টা শিডিউলড ভাষা র মধ্যে হিন্দী র পরে সবচেয়ে বেশী লোক বাংলায় কথা বলেন।
৫)ভারতের সাহিত্যে নোবেল একমাত্র বাংলার জন্য এসেছে।তবু বাংলা নিয়ে বাংলা চ্যানেলে বাংলার বুকে বসে মিথ্যাচার করার সাহস পায় লোকে।

All languages are beautiful but Bengali has overdue to be cleared.
Above all considerations, calmly let us ponder...
ভারতবর্ষের মাধুর্য তার বৈচিত্রে...
বাংলা ভাষার মর্যাদা কে ক্ষুন্ন করার যে প্রয়াস চলছে সেটা ঘৃণ্য...
দক্ষিণ ভারতে নিজের সংস্কৃতি আর ভাষা কে রক্ষা করার যে আন্তরিকতা দেখি, দৈনন্দিন রাজনীতিতে বুঁদ হয় থাকা আমাদের মধ্যে সেটা কবে আসবে কে জানে!!
ভাষা নিয়ে আন্দোলন আর কয়টি ভাষাতে হয়েছে! বাংলা শুধু একটি ভাষা নয়। আবেগও বটে। সংস্কৃত অপভ্রংশ থেকে যে সমস্ত ভাষার সৃষ্টি সেখানে বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা! একটি দেশের রাষ্ট্রভাষা যেখানে বাংলা (সর্বোচ্চ মর্যাদায়) সেখানে আমাদের ভাষা কি করে মর্যাদা না পায়। ভারতবর্ষের শেষ্ঠ সাহিত্যগুলো বাংলা ভাষাতেই রচিত।


সব ভাষাকে সম্মান দিন।
বাংলা ভাষাকে মর্যাদা দিন।

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Thank you, Stay connected & subscribe to this blog...

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি