আমি পা তুলে

আমি পা তুলে
# আশীষ কুণ্ডু 

আমি পা তুলে চেয়ারে
আয় ঘুম দোল খাই আয়েশে
স্বপ্ন দেখি চোখ খুলে
নষ্টনীড়ে একটা একটা খোপে
কিচিরমিচির পাখিদের দেশে
স্বপ্ন দেখি সবুজমেশা
এও এক অবুঝ নেশা 
নীল আকাশের আঁচল দেখি
দেখি তোমার চোখের দীঘি
থামবো ভেবে সাদাপাতায় 
শুধু মুখের ছবি আঁকি 
ঢেউ ওঠে,তুফান ভারী !
নৌকো কোথায়? তৃষিত নারী!
আয় ঘুম আয়, বেশ আছি! 
আমি পা তুলে চেয়ারে 
দোল খাই আয়েশে ।।

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি