আর কতো সমঝোতা?
# আশীষ কুণ্ডু
আর কতো সমঝোতা এই জীবনে
পায়ের কাঁটা এখন অতটা কষ্ট দেয় না।
সমঝোতা তো মনের-
কাজের- সংসারের- ইচ্ছের-খুশীর
স্বপ্নপুরের - চলার - গতির- ভাবের
বিনিময়ের - গ্রহণের -দানের- ভাষার!!
আর কতো সমঝোতা?
একটু বৃষ্টি চাই, একটু রোদ্দুর চাই
মন জুড়ে বাঁচতে চাই।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...