আমরা হলাম নগন্য মানুষ,
এতটাই নগণ্য, যে কারোর আমাদের কথা ভাবার সময় নেই।
আর ভাববেই বা কেন আমরা দিন আনি দিন খাই, আমাদের শিক্ষা নেই ,অর্থ নেই, সেজন্য আমাদের ও মূল্য নেই ।।
আমরা অমূল্য শুধু একটি বিশেষ সময়ের আগে,
কারণ তার একটা বিষয়তো আমরাই হয়ে থাকি ।
আমরা দেখি,সেই বিশেষ অনুষ্ঠানটি চলে গেলে আমরা পুনরায় অ-মূল্য হয়ে পড়ি;
হ্যাঁ আমাদের কথা যে কেউ বলেনা ,এমনটা নয় অনেকেই বলেন কিন্তু হয়ত পর্যাপ্ত নয় ।
অথবা তাদের কথা গন্ডারের চামড়া ভেদ করতে পারে না ;
তাই তারাও একসময় বলতে বলতে ক্লান্ত হয়ে পরে;
আর আমরা?
আমরা সেই যা তাই থেকে যাই অন্ধকারে উপেক্ষিত অবহেলিত হয়ে যুগের পর যুগ ।।
(চিন্ময় সরকার)
Wow
ReplyDeleteThank you very much 😊. Support us by subscribing this blog.
DeleteWow
ReplyDelete