প্রতিটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের অবশ্যই শিখতে হবে এমন কিছু সফটওয়্যার/TOOLS কী কী?
প্রতিটি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এর শিখতে হবে এমন কিছু সফটওয়্যার/Tools এর কথা বলব যা তাদের ভবিষ্যৎ এর সহায়ক হবে.
- Ms office: যেকোনো বিল্ডিং এর analysis, design detailing, Cost estimation দ্রুত করতে Excel sheet এর জুড়ি নেই. এছাড়া DBR(design bassis report), বানাতে Ms-Word এর ব্যবহার করা হয় এবং presentation দিতে Power point এর ব্যবহার করা হয়.
- AutoCAD: দ্রুত Drafting করতে, Plan , elevation draw করতে, detailing করতে, এমন কি 3d view দেখতে আমরা AutoCAD এর ব্যবহার করে থাকি .
- Structural design & Analysis Software: Bentley কোম্পানির STAD.Pro, STAD connection, CSI কোম্পানির ETABS, SAP 2000, csi detail, csi bridge.
- BIM software: Revit , Tekla.
- Management software: primeovera, ms Excel
কি কি Tools/ Software শিখলে ভাল হয় সেটাই বলেছি . আসলে যদি basic theory না জানা থাকে তবে শুধু tools/software শিখে বেশিদূর এগোনো যাবে না……..
ওপরের ছাড়াও আরো যেগুলি শিখতে পারে সেগুলো হলো-
MATLAB, C-programing.
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...