হাথরস
# আশীষ কুণ্ডু
নির্ভয়া বলে কতকাল দায় সারবি
ওরে পাষন্ডের দল!
কতকাল এই নামে করবি বদনাম?
নারীর গর্ভে নিয়ে জন্ম একি
করলি তোরা বল!
ক্ষণার তো কেটেছিলি জিভ
দেখাতে পৌরুষ জ্বালা!
ত্রেতাতে অগ্নিপরীক্ষা করেছেন রাম
এই মাটি সীতার কান্না শোনেনি তখন
সবাই ছিলে কালা !
ভুলে গেছো তোমারও কন্যা আছে-
আমার শরীর করেছো যারা ছিন্নভিন্ন !
একদিন ইতিহাস আসবে ফিরে-
আমরা শক্তি দিই তোদের জন্ম
মাকে যদি ধ্বংস করিস,জগত হবে শূন্য।।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...