হাথরস

হাথরস

# আশীষ কুণ্ডু 

নির্ভয়া বলে কতকাল দায় সারবি
ওরে পাষন্ডের দল! 
কতকাল এই নামে করবি বদনাম? 
নারীর গর্ভে নিয়ে জন্ম একি
করলি তোরা বল! 
ক্ষণার তো কেটেছিলি জিভ
দেখাতে পৌরুষ জ্বালা!
ত্রেতাতে অগ্নিপরীক্ষা করেছেন রাম
এই মাটি সীতার কান্না শোনেনি তখন
সবাই ছিলে কালা !
ভুলে গেছো তোমারও কন্যা আছে-
আমার শরীর করেছো যারা ছিন্নভিন্ন !
একদিন ইতিহাস আসবে ফিরে-
আমরা শক্তি দিই তোদের জন্ম
মাকে যদি ধ্বংস করিস,জগত হবে শূন্য।।

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি