শারদীয়া
#আশীষ কুণ্ডু
আজ পথ ছুঁয়ে সবুজের হাসি
সাদা নির্মল কাশফুলে!
মেঘেরা ইতিউতি খেলা করে
সময়ের হাতছানি শরতে
প্রকৃতির নিয়ম মেনে
ফিরবে মেঘেরা নীলপরীর কাছে!
সদ্যশৈশব পেরোনো কিশোরী
মমতায় হাতে ধরে রাখে কাশস্তবক
রাস্তার ধারে দাঁড়িয়ে
চোখদুটোয় আকাশের ব্যাপ্তি
মা দুর্গার মতো, একটা অদ্ভুত আলো
মেয়েটার কি ত্রিনয়ন আছে?
হয়তো সব মেয়েদের-ই
সুপ্ত ত্রিনয়ন থাকে,
ভেজা মাঠের আবহে
পূজোর গন্ধ ভাসছে
মা আসছেন, এই ভাবনায়
চোখে বাষ্প, আমি তাকিয়ে থাকি
নীল আকাশ, সাদা বক ,ধানের ক্ষেত।।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...