শারদীয়া

শারদীয়া 
#আশীষ কুণ্ডু 

আজ পথ ছুঁয়ে সবুজের হাসি
সাদা নির্মল কাশফুলে!
মেঘেরা ইতিউতি খেলা করে
সময়ের হাতছানি শরতে
প্রকৃতির নিয়ম মেনে 
ফিরবে মেঘেরা নীলপরীর কাছে! 

সদ্যশৈশব পেরোনো কিশোরী
মমতায় হাতে ধরে রাখে কাশস্তবক
রাস্তার ধারে দাঁড়িয়ে 
চোখদুটোয় আকাশের ব্যাপ্তি
মা দুর্গার মতো, একটা অদ্ভুত আলো
মেয়েটার কি ত্রিনয়ন আছে? 

হয়তো সব মেয়েদের-ই 
সুপ্ত ত্রিনয়ন থাকে, 
ভেজা মাঠের আবহে
পূজোর গন্ধ ভাসছে
মা আসছেন, এই ভাবনায়
চোখে বাষ্প, আমি তাকিয়ে থাকি 
নীল আকাশ, সাদা বক ,ধানের ক্ষেত।।

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি