মহানবমী

মহানবমী 

# আশীষ কুণ্ডু 

পূজো কাটবে আমার নীরবে
ভাল আছি এই ভেবে সান্ত্বনা 
সংবাদ সন্দেশে ছায়ামায়া কায়াতে
প্রত্যেকটা অভিযোজন প্রতীক্ষায় 
সামনের দিকে অলস চলন
বাঁশি বাজে দূরে পাহাড়ে
মনের বিক্ষিপ্ত সঞ্চরনে! 
নবমীর ভৈরব রাগে দেখি 
ঘুম ভাঙ্গা সকাল রক্ত করমচা
উদাস পৃথিবীর আমন্ত্রণ নীল সবুজে
দেবী আরাধনায় ব্রাত্য কেন আমরা?
অসুর মুক্ত এই মাটি! -হয়নি এখনো! 
রাম তো আমরা নই কেউই !
দশেরার রাবণ দহন করবে কে!!

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি