তৃষ্ণা জাগিয়ে রেখো
# আশীষ কুণ্ডু
তৃষ্ণা জাগিয়ে রেখো
বৃষ্টিতে ভেজার , হাত ধরার
মনকে বলি ঘুমাও
সেই সব পুরোনো কথা বেঁচে থাক
আকাশ জুড়ে আলো দেখি---
ছিন্ন পাতা উড়ে যায় আধভাঙা চাঁদের
মহাকালের নীরব শপথ আমরা সবাই
এক- এবং অদ্বিতীয় সম্পর্ক
তৃষ্ণা জাগিয়ে রেখো
বৃষ্টিতে ভেজার।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...