গাঁজা

গাঁজা 


খেয়ে দেখো গাঁজা
আছে কতো মজা
সিগারেটে ভরে 
ছিলিমেতে ধরে
দাও সুখটান 
ভরে যাবে প্রাণ
চোখ বুঁজে দেখো
স্বর্গসুখ মাখো
খুলে ত্রিনয়ন 
হবে উন্নয়ন
বোম্ ভোলানাথ
শিরে রেখো হাত।

খেয়ে দেখো গাঁজা 
হয়ে যাবে রাজা
ফুরফুরে মনে
কিশোরের গানে
মোহ মায়া ছেড়ে 
সুখ দুঃখ ঝেড়ে
গুন থেকে নির্গুন
ছিলিমেতে আগুন
স্বাত্বিক কথা ভাই
এর বিকল্প নাই।




Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি