শতাব্দী প্রাচীণ গাছটা
শতাব্দী প্রাচীণ গাছটা
সত্তাহীন নিঃশর্ত অধিকার
মনে সবুজ পাতার ছায়া এখনো ধরা
উল্টোদিকে মাঠ দৌড়চ্ছি অতীত আমি
গোলপোস্টে সমর
একদিকে একনম্বর হোস্টেল
গাছের ছায়া মাড়িয়ে কারিগর
আরো গভীরে পন্ডিত
চা বাগান বেয়ে ধোঁয়ার আস্তর
একটু পিছিয়ে এসবি হল
শতাব্দী প্রাচীণ গাছটা
এখনো দাঁড়িয়ে
নতুন হোস্টেল থেকে সবুজ প্রান
তৃতীয় বর্ষের ওরা
হয়তো ফুটবল খেলে
ঘাস বেড়েছে, আমাদের পদচিহ্ন আঁকা
শতাব্দী প্রাচীণ গাছটা
একলা দাঁড়িয়ে থাকে অতীতের ফসিল হয়ে
আমাদের ফেরার অপেক্ষায়।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...