জন্মান্তর

জন্মান্তর 

# আশীষ কুণ্ডু 

বিন্দু বিন্দু তৃষ্ণা 
জাগছে আলো কণা 
বিস্তীর্ণ তমসা ঘেরা আবহে !
শূণ্যমাত্রিক পটভূমে সময়ের অন্তরালে
আমার প্রচ্ছায়া চলেছে অণুপথে!
এখন মাধ্যাকর্ষণ নেই 
নেই অবয়ব মোহ 
নেই গন্ধ বর্ণ ঘ্রাণ স্পর্শ! 
বিন্দু বিন্দু শব্দের সমাহারে
তরঙ্গ আছড়ে পড়ে বিড়ম্বনায়
মনে হয় কোনো নারীর প্রসব যন্ত্রনা 
কিংবা সীমাহীন আবেগ!
প্রচ্ছায়ায় অনুভূত আকর্ষণ 
বোধ কম্পনে- 
ফেরার সময় এসেছে !
সবুজের শেষে আকাশ যেখানে মেশে 
ফিরে আসে সময়ের পল
জন্মান্তর জন্ম দেয় অবয়বে
অনুভূতি গন্ধ বর্ণ ঘ্রাণে 
উতলা সর্বনাশ মাধ্যাকর্ষণে।।

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি