দাগ
আশীষ কুণ্ডু
জগতে এসেছিস যখন একটা দাগ রেখে যা।
স্বামীজির কথা মনে গভীর দাগ কেটেছিলো।
দাগ কাটার চেষ্টা করে গেছি এতদিন।
জলে, স্থলে, মনে, আকাশে, বাতাসে ।
গাছের পাতায়, পাহাড়ের চূড়ায়,
বিস্তীর্ণ বেলাভূমে, আমার পদচিহ্নে।
বিপ্লবের নামে, ধর্মের আলোকে ।
কবিতায়, গল্পের পাতায়, পুরোনো খাতায়।
ছবি আঁকার চেষ্টায়, চোখের ভাষায়।
বন্ধুদের আড্ডায়, সমাজের গায়ে
ভোটের বাক্সোয়, হেঁটে চলা পায়ে ।
দাগ কাটতে কাটতে আমি লক্ষণরেখায়।
আমি বন্দী , ক্রমে- আমি নির্দিষ্ট
সীমায়, সংসারে মায়ায়, কর্মের ছায়ায়।
আমি দাগে ছেয়ে যাওয়া ভিড়ের মাঝে
অসহায় , বয়ে চলা স্রোতে মুছে যাওয়া দাগে
সাধারণ এক মানব জীবন। দাগ লাগা মনে
দগদগে ক্ষতে হারিয়ে যাওয়া এক পথিক।।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...