নীল নদে ভরত পাখি
#আশীষ কুণ্ডু
নীল নদে নেমে আসছে ভরত পাখি
বহুদূর পাড়ি দিয়ে
একটু উষ্ণতার খোঁজে!
মিহি বালির আঁচল পাতা
জল ছল করে, পাড় ভাঙে,
কুমির সিংহের স্বপ্ন দেখে
ছটফট করে বিভঙ্গে -
শেয়াল শকুন চিল -
সাহারা রাটল স্নেক-
হিংসা বিদ্বেষ ধ্বংস দূষণ-
পৃথিবী নীলকণ্ঠ, কান্নার শব্দ
রানাররা হারিয়ে গেছে
লুজাররা শুধু জীবনের মানেখোঁজে
গান শোনে, ইমোশনাল ফুল!
দুপুরের ভাতঘুম ভেঙ্গে
কুমির চেয়ে থাকে আকাশের দিকে
পরিযায়ী পাখিটার অপেক্ষায়।
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...