নীল নদে ভরত পাখি

নীল নদে ভরত পাখি 

#আশীষ কুণ্ডু 

নীল নদে নেমে আসছে ভরত পাখি
বহুদূর পাড়ি দিয়ে
একটু উষ্ণতার খোঁজে! 
মিহি বালির আঁচল পাতা
জল ছল করে, পাড় ভাঙে,
কুমির সিংহের স্বপ্ন দেখে
ছটফট করে বিভঙ্গে -
শেয়াল শকুন চিল -
সাহারা রাটল স্নেক-
হিংসা বিদ্বেষ ধ্বংস দূষণ-
পৃথিবী নীলকণ্ঠ, কান্নার শব্দ
রানাররা হারিয়ে গেছে
লুজাররা শুধু জীবনের মানেখোঁজে 
গান শোনে, ইমোশনাল ফুল!
দুপুরের ভাতঘুম ‌ভেঙ্গে 
কুমির চেয়ে থাকে আকাশের দিকে 
পরিযায়ী পাখিটার অপেক্ষায়।

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি