পারের কড়ি

পারের কড়ি

এতোদিন শরীরে জড়তা আছে জেনে
ধরা দিয়েছিলে, ভেবেছিলে পার পেয়ে যাবে
যেভাবেই হোক
এখনতো মুক্ত আমি, পৌরূষ জেগেছে 
ভীষণ, কেন দূরে দাও ঠেলে, তকমা দিয়ে
"তুমি ভদ্রলোক"

ছলনা এ, কেন যে লুকিয়ে রাখো, যা আছে
দামি সম্পদ প্রতি কনা গুনে নিতে চাও বুঝি?
ভালবাসা বেসাতি বেহেড
নদী ভেবে ছুঁয়েছি তোমাকে, শীতলই তো
হতে চাই বলে, আমি কি শুধুই একা?
তোমারোতো মাথা হল হেঁট।

আসলে সরীসৃপ চিন্তাগুলো কুরে খায়
যুবতী জীবন, হাতে নিয়ে হিজিবিজি কড়ি গুনি প্রতিক্ষন, এপার ওপার
সন্দেহের আঁখি তুলে, ছলনাময়ী জীবন
আমার, প্রশ্ন করো কেন বারবার
তুমি কার, কেইবা তোমার।।

স্বপন
নতুন দিল্লি

Comments

Science

Popular Posts

ভটচাজ সাহেব

এবার তোরা ত্রিশূল ধর

বাংলার তুল্য শ্রুতিমধুর আর কোন ভাষা!

কেমন আছো আকাশ

।। বৃত্ত টা কিন্তুু ছোটো হয়ে আসছে, আপনি সুরক্ষিত তো? ।।

ধসা বামুন

ছিদ্রান্বেষণ

1.দুইটি পরমাণুর ভর সংখ্যা একই হলেও, নিউট্রন সংখ্যা কম হয় কেন? নিউট্রন কেন আধান নিরপেক্ষ?

অহল্যা

চিঠি