Happy Engineers' Day
15th September
শুভ প্রকৌশলবিদ দিবস
কিছু বলার পূর্বে আমি প্রকৌশল বিভাগের দায়িত্বপ্রাপ্ত দেবতা বিশ্বকর্মাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিনকে ইঞ্জিনিয়ারস্ ডে হিসেবে পালন করা হয়। আর এক্ষেত্রে আমাদের দেশে প্রখ্যাত Civil ইঞ্জিনিয়ার Sir Mokshagundam Vishweshvaraya-এর জন্মদিনের স্মরণে ইঞ্জিনিয়ার দিবস পালিত হয়। এ প্রসঙ্গে sir James a. michener-এর বাণী "scientists dream about
doing great things
Engineers do them."
কথাটি নিঃসন্দেহে সত্য। মানবসভ্যতার ক্রমবিবর্তনের যুগ থেকেই ইঞ্জিনিয়াররা তাদের নিপুণ শিল্পকর্মের দ্বারা মানুষের জীবনযাপন প্রণালীর ব্যাপক উন্নতিসাধন করেছেন। ইঞ্জিনিয়ারদের অসীম গুরুত্বকে আমার পক্ষে ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য ,কবিগুরু থাকলে নিশ্চয় পারতেন।
কিন্তু সম্প্রতি এ রাজ্যের কিছু অপ্রত্যাশিত দূর্ঘটনা অর্থ্যাৎ ব্রিজ ভেঙে প্রাণনাশের মতো হৃদয়বিদারক মর্মস্পর্শী ঘটনা সমগ্র ভারতবর্ষের ইঞ্জিনিয়ারদের কাছে চরম হতাশা,লাঞ্ছনা ও দুঃখের কারণ; ব্যর্থতার কালো অধ্যায়।
তবে এখানে বলার অপেক্ষা রাখে না যে,শুধু ব্রিজ কেনও যেকোনো নির্মাণই সময়ের সাথে সাথে বৃদ্ধ,পরিত্যক্ত,ভঙ্গুর,
অস্থিতিস্থাপক হয়ে যায়। একটা সময়ে সেগুলো মেরামত করতে হয় ; যা আমাদের প্রশাসন করেনি। কিন্তু এই ঘটনাকে ইস্যু করে সমগ্র রাজ্যের ইঞ্জিনিয়ারদের দক্ষতা,যোগ্যতা ও সম্মানকে যেভাবে প্রশ্নবাণে ক্ষতবিক্ষত করা হয়েছে,তা সত্যিই কষ্টের ।..
Comments
Post a Comment
Thank you, Stay connected & subscribe to this blog...